প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৬:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৪, ৫:৪৫ পি.এম
ঝিনাইদহে পিকআপ মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুর নামক স্থানে সোমবার রাতে পিকআপের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ ওরফে শাহরিয়ার (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
এ ঘটনায় পিকআপের ড্রাইভারসহ ২ জন আহত হয়েছেন। শৈলকুপার দুঃখি মাহমুদ কলেজের ছাত্র নিহত আব্দুল্লাহ শৈলকুপার উপজেলার মীর্জাপুর ইউনিয়নের মহিষগাড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে।
আব্দুল্লাহর পিতা কুষ্টিয়া সদর থানার এসআই হিসেবে কর্মরত আছেন। ঝিনাাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন ফয়সাল আহমেদ জানান, সোমবার রাত ৮টার দিকে কলেজ ছাত্র আব্দুল্লাহ মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।তারা ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের কানাপুকুর নামক স্থানে পৌছালে একটি দ্রতগামি পিকআপের সঙ্গে তাদের মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল্লাহসহ ৩ জন গুরুতর আহত হলে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌছানোর আগেই আব্দুল্লাহ মারা যান।অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
https://youtu.be/jUzwZkxWV9k?si=Tb-5wzJc8cdO_Rqh
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta