নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে সংশ্লিষ্টতা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
শুক্রবার (৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক।
গ্রেপ্তার শিক্ষার্থীর নাম মিজানুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মো. শাহিনুর রহমান বৃহস্পতিবার আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, ৭ মে রাতে রাজধানীর গেন্ডারিয়া থানার নারিন্দা এলাকার একটি মেস থেকে সাদা পোশাকে অভিযান চালিয়ে মিজানুরকে আটক করা হয়। এরপর পরিবারের সদস্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন থানায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাননি। শুক্রবার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
অভিযুক্তের বড় ভাই সাজু রহমান বলেন, “মিজানকে ৭ মে রাত ১১টার দিকে নারিন্দা থেকে তুলে নেওয়া হয়। তিন দিন তাঁর কোনো খোঁজ পাইনি। পরে জানতে পারি তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু বলেন, “আমি এখানে যোগদানের আগে মামলাটি হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ।”
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)