অধিকৃত পশ্চিম তীরে পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক কার্যালয় সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১১-১৭ মার্চের মধ্যে, অধিকৃত পূর্ব জেরুজালেমসহ উপত্যকাটিজুড়ে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া ১৩ জন শিশুসহ ৮২ জন আহত হয়েছে। একই সময়ে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হত্যা, সম্পত্তির ক্ষতির মতো ৩৪টি নথিভুক্ত ঘটনা রেকর্ড করা হয়েছে।
এক সমীক্ষার উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে ফিলিস্তিনিদের অবাধ চলাচলে বাধা সৃষ্টিতে পশ্চিম তীরে ৮৪৯টি পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে ইসরায়েলিরা। এর মধ্যে ২৮৮টি ঘটনায় গেট বন্ধ করে বাধা সৃষ্টি করা হয়েছে।
উত্তর পশ্চিম তীরে অভিযান চালিয়ে বিশুদ্ধ পানি, স্যানিটেশন ব্যবস্থা এবং রাস্তার অবকাঠামোতে ব্যাপক ক্ষতি করেছে ইসরায়েলি বাহিনী। ফলে অঞ্চলটিতে গুরুতর জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছে।
ইসরায়েলের মাধ্যমে উত্তর অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান শুরুর পর থেকে ৬০০টিরও বেশি আবাসিক এলাকা আবাসন অযোগ্য হয়ে পড়েছে। এ ছাড়া ৬৬টি আবাসিক কাঠামো ধ্বংসের মুখে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)