ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রধান রেল স্টেশনে দৃর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ শনিবার সকালে গ্যারে ডি লিয়ন রেল স্টেশনে ছুরিকাঘাতে একজনের পেটে গুরুতর ক্ষত তৈরি হয়েছে। এ ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, তিনি একজন মালিয়ান নাগরিক যিনি অফিসারদের কাছে ইতালীয় ড্রাইভিং লাইসেন্স রয়েছে।
সম্প্রতি প্যারিসে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। ডিসেম্বরে আইফেল টাওয়ারের কাছে এক পর্যটক নিহত ও দুইজন আহত হন। এর আগে গত বছরের জানুয়ারিতে রাজধানীর গ্যারে ডু নর্ডে ছুরিকাঘাতে ছয়জন আহত হন।
আরো পড়ুন:গাজীপুরে মোজার কারখানায় আগুন
https://www.youtube.com/watch?v=YNOh3cQE8lY&t=10s
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)