রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে সংঘটিত বন্দুক হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। মস্কোর ক্রোকাস সিটি হলে শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যার এ হামলায় ৬০ জনের মৃত্যু ও অন্তত ১৪৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই নিজস্ব সংবাদ সংস্থার মাধ্যমে এক বার্তা দিয়ে হামলার দায় স্বীকার করেছে আইএস। খবর সিএনএনের।
আরো পড়ুন:রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে গুলি-বিস্ফোরণ,নিহত বেড়ে ৬০
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় একদল বন্দুকধারী জনাকীর্ণ কনসার্ট হলে ঢুকে তাদের স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের তথ্যমতে, হামলাকারীরা কনসার্ট হলে ঢুকে একটি গ্রেনেডেরও বিস্ফোরণ ঘটায়, যাতে ভবনের ছাদে আগুন ধরে যায়। এরপর একটি সাদা রেনল্ট গাড়িতে করে পালিয়ে যায় তারা। ৬ ঘণ্টারও বেশি সময় ধরে তৎপরতা চালানোর পর নিয়ন্ত্রণে আসে ওই আগুন। কিন্তু আগুনে আংশিকভাবে ধসে পড়ে হলের ছাদ।
আরো পড়ুন:রাশিয়ায় হামলার ব্যাপারে আগেই আভাস দিয়েছিল যুক্তরাষ্ট্র
এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পর শতাধিক মানুষকে কনসার্ট হল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
https://www.youtube.com/watch?v=xTZkdcWnlcI&t=8s
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)