প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩০, ২০২৫, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ২:১৩ পি.এম
ইন্টেল ১৮এ

ইন্টেল ১.৮ ন্যানোমিটার প্রযুক্তির সেমিকন্ডাক্টর ওয়েফার তৈরিতে সফল হয়েছে। যুক্তরাষ্ট্রের আরিজোনায় অবস্থিত ইন্টেলের নিজস্ব সেমিকন্ডাক্টর কারখানায় তৈরি হয়েছে এই ওয়েফার, যার নাম দেওয়া হয়েছে ‘১৮এ’। একে সেমিকন্ডাক্টর শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন ইন্টেলের প্রকৌশলীরা। প্রসেসরের পাশাপাশি বেশ কয়েক ধরনের সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনে ভূমিকা রাখবে এই প্রযুক্তি—এমনটাই আশা করছেন গবেষকরা।
সেমিকন্ডাক্টর ওয়েফারের ওপর লেজার এচিংয়ের মাধ্যমে ট্রানজিস্টর তৈরি করা হয়। অসংখ্য ট্রানজিস্টর মিলে তৈরি হয় ইন্টিগ্রেটেড সার্কিট। কয়েক বিলিয়ন ট্রানজিস্টরের সমষ্টিতে তৈরি হয়েছে আজকের প্রতিটি প্রসেসর ও অন্যান্য মাইক্রোচিপ। ইন্টেলের ‘ঈগল’ দলের উদ্ভাবিত এই প্রযুক্তি আরো শক্তিশালী চিপ উৎপাদনে অবদান রাখবে।নতুন ১৮এ প্রক্রিয়ার মাধ্যমে ইন্টেলের সেমিকন্ডাক্টর নোড প্রযুক্তি আর তাইওয়ানের চিপ নির্মাতা টিএসএমসির চেয়ে পিছিয়ে নেই। দুটি প্রতিষ্ঠান আলাদাভাবে ট্রানজিস্টর পরিমাপ করে। তাই ইন্টেলের ১.৮ ন্যানোমিটার প্রযুক্তির সঙ্গে টিএসএমসির ২ ন্যানোমিটার সরাসরি তুলনা করা যায় না। ১৮এ প্রযুক্তির মূলে আছে রিবনফেট ট্রানজিস্টর।এই গেট অল অ্যারাউন্ড ট্রানজিস্টরের সাহায্যে মাইক্রোচিপের মধ্যে বিদ্যুত্প্রবাহ সুচারুভাবে নিয়ন্ত্রণ করা যায়। ফলে চিপগুলোর কর্মক্ষমতা আরো বৃদ্ধি পায় এবং এর পাশাপাশি বিদ্যুৎ খরচ যায় কমে। নতুন প্রযুক্তির মাইক্রোচিপে ব্যবহার করা হচ্ছে পাওয়ারভায়া প্রযুক্তি। এতে ওয়েফারের ট্রানজিস্টরগুলো ‘পেছন’ থেকে বিদ্যুৎ নিতে পারবে। ফলে প্রসেসরের মধ্যে নিশ্চিত করা যাবে একেবারে নিখুঁত ভোল্টেজ ও কারেন্ট।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta