প্রিন্ট এর তারিখঃ মার্চ ২১, ২০২৫, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ১২:৪৯ পি.এম
শবনম ফারিয়াকে কটূক্তি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন এক যুবক। বিষয়টি নজরে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ঢাকার একটি অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন শাকিব খান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম ও শবনম ফারিয়া। সেখানে এক মুহূর্তে হাসতে হাসতে ফারিয়া বলেন, ‘আমি তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।’
এই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক যুবক আপত্তিকর মন্তব্য করেন, যা নজরে আসে শবনম ফারিয়ার। ফারিয়া সঙ্গে সঙ্গে ওই যুবকের মন্তব্যের স্ক্রিনশট ফেসবুকে প্রকাশ করেন। সেখানে দেখা যায়, যুবকের নাম রাকিবুল হাসান, যিনি সাজিদা ফাউন্ডেশন নামের একটি এনজিওতে কর্মরত।অভিনেত্রীর পোস্ট ভাইরাল হওয়ার পরপরই সাজিদা ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, রাকিবুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বুধবার (১৯ মার্চ) রাতে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ১৮ মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান আপত্তিকর কমেন্ট করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ধরনের আচরণ (অফিস সময়ের ভেতরে বা বাইরে) সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta