ইংল্যান্ডের ভারত সফরের চতুর্থ টি-টোয়েন্টিতে জল গড়িয়েছে অনেক দূর। ম্যাচের ফল ১৫ রানে ভারতের জয়। তবে সবকিছু ছাপিয়ে এখন শিভাম দুবের কনকাশন বদলি হার্শিত রানা প্রসঙ্গ। শুক্রবার ব্যাট হাতে ৩৪ বলে ৫৩ রানের ইনিংস খেলেন দুবে। পরে তার বদলি হিসাবে নামা হার্শিত নেন ৩ উইকেট। ভারতের এমন কান্ডে চটেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ম্যাচ রেফারির দিকে আঙুল তোলাসহ ভারত ১২ জন নিয়ে খেলেছে বলেও খোঁচা দেন বাটলার দুবে স্বভাবত ব্যাটিং অলরাউন্ডার। তিনি যেখানে নিয়মিত বোলিংটাই পান না, সেখানে তার বদলি হিসাবে নিখাদ পেসার রানা কীভাবে নামতে পারেন? ৩৪ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১ বারই বোলিং পাননি দুবে। পুরো ৪ ওভার বল করেন মাত্র দুই ম্যাচে।
নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৮১ রান করে সফরকারীরা। পরে ইংল্যান্ডের ইনিংসের দ্বিতীয় ওভারে রানাকে জানানো হয়, কনকাশন সাব হিসাবে তাকে খেলতে হবে। অভিষেক টি-টোয়েন্টিতে নেমে আউট করেন লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল ও জেমি ওভারটনকে। বদলির সময় ধারাভাষ্যে থাকা সাবেক দুই ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসন ও নিক নাইট তখনই প্রশ্ন তোলেন।এ ঘটনায় ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের কাছে ব্যখা চাইবেন জানিয়ে বাটলার বলেন, ‘এটি একই ধরণের খেলোয়াড়দের মধ্যে বদলি হয়নি। আমরা এর সঙ্গে একমত নই। তারা বলছে এটি কনকাশন সাব। ম্যাচ রেফারিই নাকি সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে স্পষ্ট ধারণা পেতে আমরা জাগাভাল শ্রীনাথকে কিছু প্রশ্ন করব।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)