ফেনীর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান এক কোটি ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করছে বিজিবি।মঙ্গলবার (২৭ মে) ফেনীর ফুলগাজী ও পরশুরাম সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থ্রি-পিস, কাশ্মিরী শাল, থান কাপড় ও ইনজেকশান জব্দ করেছে। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৭৬০ টাকা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)