স্পষ্ট কথা বলতে পছন্দ করেন মালাইকা আরোরা। তাই প্রকাশ্যে কটু আচরণ দেখেই প্রতিবাদ করলেন তিনি। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
এই মুহূর্তে মালাইকা একটি ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দায়িত্ব সামলাচ্ছেন। সেখানেই কিশোর এক প্রতিযোগী নৃত্য পরিবেশনের সময় মালাইকার উদ্দেশ্যে অসভ্য ইঙ্গিত করে। তার পরেই ফুঁসে ওঠেন অভিনেত্রী।
অনুষ্ঠানের যে ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে মালাইকাকে বলতে শোনা যাচ্ছে, আমাকে চোখ মারছে, চুমু ছুড়ে দিচ্ছে। এই প্রতিযোগীর বয়স মাত্র ১৬ বছর। মালাইকার বক্তব্যকে সমর্থন করেছেন ওই শোয়ের অন্যান্য প্রতিযোগিরা। তাদের দাবি, মালাইকা ছেলেটিকে বকুনি দিয়ে ঠিকই করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতিযোগীর কাছে তার মায়ের ফোন নম্বরও চেয়েছেন মালাইকা। তবে এই ভিডিও নিয়ে নেটাগরিকেরা দুই শ্রেণিতে বিভক্ত হয়ে গিয়েছেন। কারো মতে, শোয়ের জনপ্রিয়তা বাড়াতেই এই ধরনের কার্যকলাপ তৈরি করেন নির্মাতারা। অন্য পক্ষ অবশ্য মনে করছেন, মালাইকা প্রকাশ্যে সম্পূর্ণ বিষয়টির প্রতিবাদ করে সঠিক পদক্ষেপ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)