বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাগতিকেরা মালয়েশিয়াকে হারিয়েছে ৭৩-২২ পয়েন্টে।বাংলাদেশের কাবাডিয়ানদের দাপটে প্রথমার্ধেই মিজান-জিয়ারা এগিয়ে যায় ৩৭-৪ পয়েন্টে। দ্বিতীয়ার্ধেও সেই ধারা অব্যাহত রেখে বড় জয় তুলে নেন, লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচসেরা হন বাংলাদেশের আল-আমিন। দিনের প্রথম ম্যাচে পোল্যান্ডকে ৩৯-৪৬ ব্যবধানে হারিয়েছে ইন্দোনেশিয়া। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে হেরেছে মালয়েশিয়া। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারায় বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)