টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারত দলের সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক এবার টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে করা পোষ্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতের সফল এই ব্যাটার। এর ফলে দীর্ঘতম ফরম্যাটের ক্রিকেট তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটলো।
ভারত ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের ঠিক আগে তিনি এই সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ, আসন্ন ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দল নতুন অধিনায়ক পাচ্ছে। টেস্ট ম্যাচে রোহিত শর্মার ফর্ম নিয়ে বহু দিন ধরেই সমালোচনা চলছিল। সেই প্রেক্ষিতেই তাকে এই ফরম্যাট থেকে সরানো নিয়ে জল্পনাও ছিল তুঙ্গে। অনেক দিন ধরেই আলোচনা চলছিল। ৩৮ বছর বয়সী এই খেলোয়াড় ।
তার ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে ভারতের সবচেয়ে সফল টেস্ট ব্যাটসম্যানদের একজন। তবে, রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে থাকবেন। এর আগে, রোহিত শর্মাও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গতকাল রোহিতকে টেস্ট অধিনায়ক পদ থেকে বরখাস্ত করার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর কয়েক মিনিট পরেই, ভারত অধিনায়ক রোহিত শর্মা তাৎক্ষণিক ভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)