সাম্প্রতিক মন্তব্যের জন্য নতুন করে আলোচনায় এলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। যদিও কিছুদিন ধরেই তাকে নিয়ে নানা বিতর্ক চলছে। ‘দাবিড়ি দিবিড়ি’ গানে অশ্লীল নাচ কিংবা নেটতারকা ওরির সঙ্গে তার বিয়ের জল্পনা কিংবা অশ্লীলতা দোষে দুষ্টু হওয়ার অভিযোগে ‘ডাকু মহারাজ’ ছবি থেকে বাদ পড়ার মতো ঘটনা তো লেগেই আছে।
‘ডাকু মহারাজ’ ছবিতে বর্ষীয়ান অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে তার ‘দাবিড়ি দিবিড়ি’ গানের নাচের ভঙ্গি তাকে নিয়ে ভাবাতে শুরু করেছে। ছবি মুক্তির আগেই এটি ১৫০ কোটির ক্লাবে পা রেখেছে। অথচ, শেষ মুহূর্তে উর্বশীই ছবি থেকে বাদ পড়েছেন! এরপরেই ওরির সঙ্গে উর্বশীর বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সবকিছু নিয়ে বেশ বিরক্ত উর্বশী। তিনি বলেন, লোকে ডেকে ডেকে নালিশ জানাচ্ছেন। সমাজমাধ্যম খুললেই নাকি শুধু আমার খবর। তারা সর্বক্ষণ কেবল আমার মুখ দেখছেন। তাদের প্রত্যেকের কাছে জোড়হাত অনুরোধ, এবার তো আমার পিছু নেয়া ছাড়ুন। সমাজমাধ্যমে আমার এত খবর দেখানো বন্ধ হোক। উর্বশীর এই বক্তব্যও তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। তার এমন মন্তব্যের ঘরে বেশির ভাগই হাসির ইমো জুড়েছেন। আর বেশির ভাগই তার মেধা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, মেধা থাকলে এত ভাইরাল হওয়ার প্রয়োজন পড়ে না। কেউ লিখেছেন, বাড়াবাড়ি ভালো না।