ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে গতকাল সকালে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তার পক্ষে এডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ তাকে জামিন দেন। জামিন পেয়ে উচ্ছ্বসিত পরীমনি বলেন, এটা মিথ্যা মামলা। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই বিশ্বাসটি একদম শেষ অবধি রাখতে চাই। বিশ্বাস করি, ন্যায় বিচার পাবো। জামিন পাওয়ার মধ্য দিয়ে একটি বিজয় পেয়েছি, মামলায় খালাস পাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয় পাবো। এদিকে মানবজমিনকে পরীমনি বলেন, সবাই আমার সঙ্গে রয়েছেন। এটা আমার ভরসার সব থেকে বড় জায়গা।
সেটাই হবে ইনশাআল্লাহ্। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা বলেন, পরীমনির মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাছির উদ্দিন মামলা দায়ের করেন। একসঙ্গে দুই মামলা চলতে পারে না। আমরা উচ্চ আদালতে যাবো। এর আগে, রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরীমনির আইনজীবী জানান, অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। সময় চেয়ে আবেদন করা হয়েছে। তবে, সেটি আমলে নেননি আদালত।একই বছরের ১৮ই এপ্রিল আদালত পিবিআই’র দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনিকে হাজির হতে সমন জারি করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)