খাবার পছন্দ না হওয়ার স্ত্রীকে পেটানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২২ মার্চ) গভীর রাতে জাপানে এ ঘটনা ঘটে।পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি জাপানের হোক্কাইদোর ওবিহিরো শহরের বাসিন্দা। ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি একটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে কর্মরত এবং তার স্ত্রীও পঞ্চাশোর্ধ্ব।পুলিশ জানায়, শনিবার মধ্যরাত রাত ২টার দিকে বাড়ি ফেরেন স্বামী। ওই সময়ে খাবার নিয়ে অপেক্ষায় ছিলেন স্ত্রী। কিন্তু খাবার মুখে দিয়েই খেপে গিয়ে একপর্যায়ে স্ত্রীর মুখে ও কপালে ঘুষি মারেন তিনি।
পরে ওই ব্যক্তি নিজেই জরুরি নম্বরে ফোনকল করে অ্যাম্বুলেন্স ডাকেন। এরপর পুলিশ স্টেশনেও ফোনকল করেন ওই ব্যক্তি নিজেই। ফোনকল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে ধরে নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে ওই ব্যক্তি জানিয়েছে, রাতের খাবার পছন্দ না হওয়ায় স্ত্রীকে আঘাত করেছেন বলে স্বীকার করেছেন। তিনি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।জাপানে পারিবারিক সহিংসতার উদ্বেগজনক হারে বাড়ছে। এসব অপরাধ কঠোরভাবে দমন করার চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসন ও সমাজকল্যাণ বিভাগ ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)