আছিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে রংপুরে মানববন্ধন করেছে জেলা ও মহানগর মহিলা দল।মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে মানববন্ধনে অংশ নেন কয়েকশ মহিলা দল নেতাকর্মী। এসময় ‘তুমি কে আমি কে’ আছিয়া আছিয়া; ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই’ স্লোগান দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন মহনগর মহিলা দল সভাপতি রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক আরজানা বেগম, জেলাসভাপতি মর্জিনা জাহান স্বর্ণা, সাধারণ সম্পাদক রত্না বেগম।
তারা বলেন, দেশে ধর্ষণ ও নারী শ্লীলতাহানীর ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে যা সভ্য সমাজের জন্য লজ্জার। আছিয়া ধর্ষকদের অবিলম্বে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে হবে। অপরাধীরা শাস্তি না পাওয়ার কারনে এ ধরনের ঘটনা বাড়ছে। ধর্ষকদের আইনের ফাঁকফোকর গলে মুক্তি পাওয়ার সুযোগ বন্ধ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)