দেশের বর্তমান পরিস্থিতিতেও থেমে নেই মিরপুর-১ এ শাহ আলী থানাধীন আবাসিক হোটেলের আড়ালে অনৈতিক কারবার ও মাদক বাণিজ্য। তবে দারুস সালাম ধানাধীন বেশ কিছু আবাসিক হোটেল বন্ধ থাকায় শাহআলী থানাধীন মিরপুর-১ এ হোটেল আল মামুন এবং হোটেল লন্ডন প্যালেজে নারী বাণিজ্য জমজমাট হয়ে উঠেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, গাবতলী, মিরপুর-১ এর একাধিক হোটেল বন্ধ থাকায় দালাল চক্র ও খদ্দেররা ভীর জমায়। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ কাজে আসেন, যারা মূলত সাময়িক কোন দরকার মেটানো, আইনী ঝামেলা বা বিদেশ পাড়ি দিতে আসেন। এসেই তারা আশ্রয়ের জন্য দ্বারস্থ হন আবাসিক হোটেলগুলোতে। কিন্তু এখানে মূলত সমস্যার শুরু। কারণ প্রায়ই এসব আবাসিক হোটেলে ঘটছে খুন, ধর্ষণসহ নানা অপরাধ। এর বাইরে দেহব্যবসা তো রয়েছেই। জানা গেছে, রাজধানীর অধিকাংশ আবাসিক হোটেলে চলে দেহ ব্যবসা। ডিএমপির নির্দেশিত নিয়মগুলো যথাযথ অনুসরণ না করায় চলছে হোটেল মালিকদের রমরমা যৌন বাণিজ্যসহ চলছে নানা অপরাধ। রাজধানীতে আবাসিক হোটেল কেন্দ্রিক নানা অঘটন বেশ কয়েক বছর ধরে ঘটে আসছে। এমনকি কপত-কপতীদের অশ্লীলতার কাজে ঘন্টা ভিক্তিক রুম বরাদ্ধ দেওয়া হচ্ছে দেধারছে। এতে যেকোন মুহুর্তে ঘটতে পারে ধর্ষনসহ নানা অপরাধ। তবে এসব হোটেলের নেই জেলা প্রসাশকের কোন অনুমোদন। হোটেলটি কোন বাণিজ্যিক ভবনে ভাড়া না নিয়ে আবাসিক ভবনে ভাড়া নিয়ে থাকেন। এভাবেই অনুমোদনহীন আবাসিক হোটেলগুলো অপরাধের শেষ নেই।
আরো জানা যায়, উক্ত হোটেল দুটিতে রুম ভাড়া মেলে ৭০০ টাকা থেকে দুই হাজার টাকা। আর বিশ্বস্ত বা পরিচিত হলে ভাড়া কম রাখা হয়। আর সেখানে মূলত স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা অভিসারে যান। উক্ত হোটেলে বেশিরভাগ আবাসিক হোটেলেই সিসিটিভি ক্যামেরা ও বর্ডারদের ছবি তুলে রাখার ব্যবস্থা নেই। এছাড়া নিয়মিত চাঁদা দিয়েই হোটেল ব্যবসা চালাতে হয়। তাই আর বাড়তি ঝামেলা করে লাভ কী। এলাকাবাসি অভিযোগ করে বলেন, উক্ত হোটেলটিতে বাহির থেকে অনুমান করা যায়না যে, ভিতরে কি হচ্ছে। তবে এসব বন্ধে প্রশাসন চাইলে যেকোন মূহুর্তে বন্ধ করতে পারে। এসবের ক্ষোভ প্রকাশ করে তারা আরো জানান, স্কুল ও মসজিদের পাশেই কিভাবে এসব হোটেলে দেহ ব্যবসা পরিচালনা হয় বিষয়টি খুবই দুঃখজনক। এমন অনৈতিক কর্মকান্ড বন্ধসহ ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান এবং পাশাপাশি হোটেলটি পরিচালনা করেতে তাদের নিকট কি ধরনের বৈধতা রয়েছে তা খতিয়ে দেখা হোক। কিন্তু অবৈধ হোটেল ব্যবসায়ী এরা কারা?
আরো পড়ুন: তারকা ও বিলাসবহুল হোটেল ব্যবসায় ধস
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)