চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম ফাউন্ডেশনে পরিপক্ব আম ক্রয়-বিক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টার দিকে আম ফাউন্ডেশন চত্বরে বাজার উদ্বোধন করেন আম ফাউন্ডেশনের আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এ বছর ভোলাহাটে ৩ হাজার ৬'শ ৩৪ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। উৎপাদ
ন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার টন আম। আড়াই থেকে তিন কোটি টাকার আম বিক্রি করার সম্ভাবনা রয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা যায়।
ফাউন্ডেশনের সদস্য সচিব মো. মুনসুর আলীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন পানু মিয়া, আম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. মাহতাব উদ্দিন, আম ফাউন্ডেশনের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিনসহ অন্যরা। এ সময় আম ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির সদস্য, আম বাগানের মালিক, আড়তদার, আম ক্রেতা ও বিক্রেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ‘ভোলাহাট আম ফাউন্ডেশনের সারা দেশে একটি সুনাম আছে। এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ যদি অসাধু উপায়ে কোনো অপতৎপরতায় লিপ্ত হয় কিংবা ফাউন্ডেশনে অনৈতিক কার্যকলাপ বা মাদকদ্রব্য সংক্রান্ত কোনো কর্মকাণ্ড পরিচালনা করে, তবে তার বিরুদ্ধে আম ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)