ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের জন্য সিনেমাটি নির্মাণ করেছেন হলিউডের পরিচালক লিওন লি।যুবকের আপত্তিকর মন্তব্য, ‘স্ক্রিনশট’ প্রকাশ করে যা বললেন শবনম ফারিয়সিনেমাটিতে কাজ করা প্রসঙ্গে অপর্ণা কালের কণ্ঠকে বলেন, ‘প্রকৃতপক্ষে একজন অভিনেতা-অভিনেত্রীর সব সময় স্বপ্ন থাকে সে হলিউড হোক বা বলিউড হোক এরকম বড় কোন প্লাটফর্মে কাজ করবেন আর যখন সে স্বপ্নটা একদম কাছে চলে আসে, যখন সেই স্বপ্নটা আপনাকে এসে জিজ্ঞেস করে আপনি কি অভিনয় করতে চান, তখন আপনার উত্তর নিঃসন্দেহে হ্যাঁ হবে। আমার বেলায় ব্যাপারটা এরকমই হয়েছে।আমি সাথে সাথেই আমার ডিরেক্টর লিওয়েন লিকে বলে দিয়েছি যে হ্যাঁ, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, আমি অনেক কিছু শিখতে চাই, অনেক কিছু জানতে চাই। এবং ডিরেক্টর লিওয়েন লি এর সাথে কাজ করা তার থেকে বিভিন্ন রকম অভিজ্ঞতা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।