সিলেটের ফেঞ্চুগঞ্জে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে বিয়ের যাত্রীবাহী একটি প্রাইভেটকার। এ ঘটনায় চালক আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সিলেট রেলস্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বিয়ের বরযাত্রী নিয়ে আসার জন্য বরের বাড়িতে যাচ্ছিল প্রাইভেটকারটি। হঠাৎ রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি এসে গাড়িটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা চালক আহত হয়েছেন।
চালককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থ গাড়িটি উদ্ধারে কাজ করেছে স্থানীয় জনতা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)