প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৫, ৯:১৮ পি.এম
নায়িকা বুবলী থাকছেন দুই মাধ্যমেই

শবনম বুবলীকে বলা হয় উৎসবের নায়িকা। অভিষেকের পর থেকেই ঈদ উৎসবে ডাবল সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন তিনি। মাঝে ছন্দঃপতন হলেও আবারও ফিরেছেন স্বমহিমায়। এবার ঈদ উৎসবেও দুই সিনেমা নিয়ে আসছেন তিনি।
এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বুবলীর ‘জংলি’ সিনেমা। এদিকে ‘পিনিক’ নামে আরেকটি ছবি মুক্তির কথা থাকলেও অবশেষে তা পিছিয়েছে। তবে বুবলীর ডাবল ঈদ মিস হচ্ছে না কোনোভাবেই। প্রেক্ষাগৃহের পাশাপাশি এবার এই নায়িকা থাকছেন ওটিটিতেও।
এ মাধ্যমে মুক্তি পেতে যাচ্ছে তার আরেক সিনেমা ‘ছায়া’। ২০২৩ সালে শুটিং হওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এটি ওয়েব ফিল্ম হিসেবে ওটিটিতে মুক্তি পাচ্ছে। এটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী। বুবলী অভিনীত ‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। এ তে তিনি জুটি হয়েছেন সিয়াম আহমেদের সঙ্গে।
অন্যদিকে ‘ছায়া’ সিনেমাতে দুই শিশুশিল্পী ও বুবলী ছাড়াও রয়েছেন পল্লব, আসিফ নূর প্রমুখ। ঈদের দিন এটি আইস্ক্রিনে মুক্তি পাবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta