সকালে ভেজা মাঠ, খানিক পরই বৃষ্টি। বেরসিক সেই আবহাওয়ার দাপট এতটাই যে লাঞ্চের আগ পর্যন্ত মাঠে নামতে পারল না খেলোয়াড়েরা। লাঞ্চের পরও নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের খেলা আছে থমকে। এবার বাজে আউট ফিল্ড।মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠ প্রস্তুতের কাজ চলছে। চারদিনের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে টাইগাররা ২২৫ রান তুলেছে। ৪ উইকেট হারানো দলকে টানছেন অমিত হাসান (১৬) ও মাহিদুল ইসলাম অঙ্কন (১)। কিউইদের হয়ে এখন পর্যন্ত দুটি উইকেট নিয়েছেন জাকারি ফলকেস। বিকালেও বৃষ্টি হানা দিয়েছিল ম্যাচে।
খেলা বন্ধ হওয়ার আগে অবশ্য দিনটি নিজেদের করে নিয়েছিল স্বাগতিকরা।দুই ফিফটিতে দুইশ ছাড়িয়েও গিয়েছিল।ইনিংসের গোড়াপত্তন করতে আসা মোহাম্মদ নাঈম ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ রেখে। ৮২ রান করে থেমেছেন দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার। আগের টেস্টে মেরে খেলতে গিয়ে আউট হওয়া এনামুল হক পারেনি ফিফটি করতে। ৯৭ বলের ইনিংসে এনামুল ফেরেন ৪৮ রান করে। তিনে নেমে সাইফ হাসান খেলেন ৫১ রানের ইনিংস।প্রথম দিনে শেষ সেশনে আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। সাইফের পর ফেরেন চারে নামা জাকির হাসান (১৯)। এরপর দলের হাল ধরেন অমিত ও মাহিদুল। দুজনে জুটিতে এখন পর্যন্ত এসেছে দুই রান। এরপর থেকেই বৃষ্টি ও আবহাওয়ার বাগড়া।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)