প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৫, ২:৪৭ পি.এম
গল্প শোনালেন জোয়ি সালডান

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৭তম অস্কারের আসর। বিনোদন দুনিয়ায় বিশ্বের সব থেকে বড় মঞ্চ পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে। আজ বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় শুরু হয়েছে এ অস্কার ঘোষণা। সেখানে আলোচিত ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটিতে অনবদ্য অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জোয়ি সালডানা।
আর সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জয়ের পর অভিবাসীদের প্রতি শ্রদ্ধা জানালেন তিনি। অস্কার গ্রহণের পর দর্শকদের উদ্দেশে জোয়ি সালডানা বলেন ‘এই সম্মান পেয়ে আমি অভিভূত’।মঞ্চে উঠে আবেগাপ্লুত সালডানা কাঁদতে কাঁদতে তার মাকে স্মরণ করেন এবং ‘এমিলিয়া পেরেজ’-এর সব শিল্পী ও কলাকুশলীর প্রতি শ্রদ্ধা জানান। এরপর অভিনেত্রী আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেন—শিল্প জগতে অভিবাসীদের অবদান।জোয়ি সালডানা বলেন, আমার দাদি ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন। অভিনেত্রী বলেন, আমি জানি— আমি শেষ ব্যক্তি নই। আমি আশা করি, এই পুরস্কার পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ এই চরিত্রে আমি গান গাওয়ার ও স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যদি আমার দাদি আজ বেঁচে থাকতেন, তিনি অত্যন্ত আনন্দিত হতেন।সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে অস্কার পেল ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta