প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৪, ৪:০৩ পি.এম
গাইবান্ধায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণের অংশ হিসেবে বুধবার গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর এ.আর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধা জেলা শাখা এই শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক রেজওয়ান আহমেদ, সংস্হার জেলা সভাপতি প্রকৌশলী মোঃ ফরমান আলী, সাধারণ সম্পাদক প্রকৌশলী রোকন-উদ-দৌলা রোকন, দপ্তর সম্পাদক প্রকৌশলী ফজলে রাব্বি, কোষাধাক্ষ্য প্রকৌশলী চমক কুমার, কার্যকরী সদস্য প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, কারিগরি বিষয়ক সম্পাদক শিমুল কুমার সরকার প্রমুখ।
উল্লেখ্য, সংগঠনের পক্ষে থেকে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে রামচন্দ্রপুর এ.আর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ৫৫ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, কলম ও খাতা বিতরণ করা হয়।
https://youtu.be/YhDZNci9Up4?si=4Kr4YrbwCsjQfDO6
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta