প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ২:৪৬ পি.এম
মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি

হাতে রয়েছে এক উইকেট। আগের ওভারের শেষদিকের বলগুলো খেলেছেন হাসান মাহমুদ। ব্যক্তিগত ৯৯ রানে ছিলেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত স্ট্রাইকে এসে শতক তুলে নিলেন টাইগার ব্যাটার। ১২১.১ ওভার পর বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৩৯, লিড ২১২ রানের।
হলো না শতরানের জুটি, ফিরলেন তানজিম সাকিব
নবম উইকেটে শতরানের জুটি গড়তে দরকার ছিল মাত্র ৪ রানের। তবে ব্যক্তিগত ৪১ রানে ফিরলেন তানজিম সাকিব। ব্যক্তিগত শতক থেকে মাত্র ১ রান দূরে মেহেদী হাসান মিরাজ।
মিরাজ-তানজিম জুটিতে ফিফটি, দলীয় চারশ’ ছাড়ালো বাংলাদেশ
নবম উইকেটে তানজিম সাকিবকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাট থেকে দলের খাতায় যোগ হয়েছে ৬২ রান। লাঞ্চের আগে বাংলাদেশের লিড ১৭৭ রানের। ব্যক্তিগত ৭৬ ও ২৯ রানে ক্রিজে আছেন মিরাজ ও তানজিম। ১১৪ ওভারে টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ৪০৪।
তাইজুলের আউটের পর মিরাজের ফিফটি
দিনের প্রথম উইকেট হিসেবে তাইজুল ইসলাম ফিরেছেন ব্যক্তিগত ২০ রানে। এরপর ব্যক্তিগত ফিফটি তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। আরেক প্রান্তে ৪ রানে আছেন তানজিম সাকিব। ১০০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৫৩, লিড ১২৬ রানের।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta