প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৩:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৮:১০ পি.এম
গজারিয়ায় গ্রাম ঘেঁষে বালু উত্তোলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্রাম ঘেঁষে বালু উত্তোলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইমামপুর ইউনিয়ন বি,এন,পিসহ স্থানীয় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ও ছাত্র জনতা।
আজ বিকাল ৪ঘটিকায় উপজেলার ইমামপুর ইউনিয়ন এর হোগলাকান্দীস্থ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে লিখিত বক্তব্য পাঠ করে শুনান ইউপি সদস্য আমিরুল ইসলাম ও ইমাম পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো:মাসুদ রহমান।
লিখিত বক্তব্যে তাঁরা জানান,ইজারাদার নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করতে না পেরে নদীর তীরবর্তী গ্রামের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্রাম ঘেঁষে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল।যার ফলে নদীর তীরবর্তী গ্রামগুলো বর্ষা মৌসুম শেষ হলেই ভাঙ্গনের মুখে পড়বে।অনতিবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এ সমম অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাজী জাহাঙ্গীর আলম,এনায়েত উল্লাহ মাষ্টার,শামছুদ্দিন মেম্বার,মানিক মিয়া,ওহায়েদ প্রধান,আসাদ মিজি,ফিরোজ মিয়া বেপারী,আমজাদ মেম্বার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta