ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একরাতে চার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মার্চ) রাতে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের একটি ইলেকট্রিক দোকান একটি, ফার্মেসি ও দু'টি ডিমের গুদামে চুরি হয়েছে। এ ঘটনায় পুরো পৌর বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখানেই শেষ নয়, সম্প্রতি বিভিন্ন বাসা-বাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থানে চুরি হলেও এসব উদ্ধারে কার্যকর ভূমিকা রাখতে পারেনি পুলিশ। ফলে প্রতিনিয়ত সাধারণ মানুষের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা বেড়েই চলেছে।
এদিকে গতকাল মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অবস্থিত খেলাঘর ইলেকট্রিক-ইলেকট্রনিক্স অ্যান্ড মটর হাউজের পেছনের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে চোর চক্র। এ সময় বিভিন্ন কোম্পানির দেড় থেকে ২ লাখ টাকার তার এবং নগদ ১ লাখ ১৬ হাজার টাকা নিয়ে যায়। একই রাতে ভাই বোন মেডিকেল হল নামে আরেকটি ফার্মেসিসহ বাসায় চুরির ঘটনা ঘটেছে। তবে কি পরিমাণ মালামাল চুরি হয়েছে এ প্রসঙ্গে সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেনি দোকান মালিক রফিকুল ইসলাম।
খেলাঘর ইলেকট্রিক-ইলেকট্রনিক্স অ্যান্ড মটর হাউজের স্বত্বাধিকারী আজিজুল হক শাকিল বলেন,' প্রতিদিনের মতো গতকাল রাত ১২ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই।এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, এক রাতে ৪ দোকানে চুরি হওয়ায় খুবই আতঙ্কে আছি। আইনশৃঙ্খলাবাহিনী তৎপরতা না বাড়ালে ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করা সম্ভব হবেনা।'
ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একে এম হারুন অর রশিদ বলেন,' আমরা নতুন নির্বাচিত হয়েছি। দায়িত্ব হস্তান্তর হয়েছে। তবে কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে আজকের পর থেকে আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি আমরাও মাঠে তৎপর থাকবো।'
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,' সারারাতেই ঈশ্বরগঞ্জ থানা পুলিশ টহলে ছিল। রাতের কোন একটা সময়ে চোর চক্র প্রত্যেকটা দোকানের পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে এ কাণ্ড ঘটিয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চক্রদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।'
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)