প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ২:২৯ পি.এম
ফুটবলই ছাড়তে চেয়েছিল আল আমিন

বয়স তখনো ১৭ পেরোয়নি। সবে ঢাকার ফুটবলে নিজেকে মেলে ধরার পথের খোঁজ মিলেছে। ঠিক তখনই কালবৈশাখী ঝড় বয়ে যায় কৈশোর পেরোনো আল আমিনের জীবনে। ২০২১-২২ মৌসুমে আরামবাগের ফিক্সিং কাণ্ডে জড়িয়ে যায় তরুণ আল আমিনের নাম।পায় তার ক্লাব, শাস্তি জোটে তারও। পান এক বছরের নিষেধাজ্ঞা। এলোমেলো হয়ে যায় সাজানো স্বপ্নের বাগান। সেখান থেকে যেন কিছুতেই স্বাভাবিক জীবনে ফেরার দিশা পাচ্ছিলেন না।
অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে নীলফামারীর এই তরুণ নতুন পথের সন্ধান পেয়েছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফুটবলে ফিরে এখন স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশকে।নীলফামারী সদর উপজেলায় বসবাস আল আমিনের পরিবারের। বাবা আমিনুর রহমান চাইতেন ছেলে ফুটবলার হোক, কিন্তু মা আমিনা বেগমের স্বপ্ন ছিল ছেলেকে ক্রিকেটার বানাবেন।ছেলে ভালোবাসে ফুটবল। মায়ের পছন্দ উপেক্ষা করে তাই ফুটবল নিয়েই মাঠে নেমে পড়তেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে এবারের মৌসুমের অন্যতম সেরা আবিষ্কার এই আল আমিন। পুলিশ এফসির জার্সিতে অনবদ্য নৈপুণ্য দেখিয়েছেন। বল পায়ে তাঁর ক্ষিপ্রতা, দক্ষতা ও প্রতিপক্ষের বক্সে ত্রাস ছড়িয়ে মন জয় করেছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার।পুলিশের জার্সিতে লীগে ১০ ম্যাচে সাত গোলসহ ফেডারেশন কাপে আল আমিনের আছে আরো দুটি গোল। সব মিলিয়ে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন তিনি। কিন্তু মৌসুম শুরুর আগে ভীষণ দুশ্চিন্তা পেয়ে বসেছিল তাঁকে। দল পাওয়া নিয়েও ছিল সংশয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta