অস্ট্রেলিয়ায় বন্যায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় ১০ হাজারের বেশি সম্পত্তি ডুবে গেছে। শনিবার (২৪ মে) এসব তথ্য জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, বন্যা কবলিত অঞ্চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে বলেছেন, আমরা ফেডারেল, রাজ্য এবং স্থানীয় সরকার ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছি যাতে অস্ট্রেলিয়ানরা এখন এবং পুনরুদ্ধারের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পায়।
দেশটির জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, এই সপ্তাহে বন্যায় শহরগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, গবাদি পশু ভেসে গেছে এবং ঘরবাড়ি ধ্বংস হয়েছে। বিশেষ করে নিউ সাউথ ওয়েলসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্য-উত্তর উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে।
অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকায় শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। জরুরি পরিষেবা কমিশনার মাইক ওয়াসিং সিডনিতে এক সংবাদ সম্মেলনে বলেন, রাতভর ৫২ জন বন্যা কবলিত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ ৮০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মরদেহ তারি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে একটি প্লাবিত এলাকায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রী আলবানিজ শুক্রবার তারে শহর সফরের পরিকল্পনা করলেও বন্যার কারণে তা বাতিল হয়। এক বিবৃতিতে তিনি বলেছেন, “আরও প্রাণহানির খবর অত্যন্ত দুঃখজনক। এই সময়ে তার পরিবার ও তারে শহরের বাসিন্দাদের প্রতি আমাদের সমবেদনা।"
প্রসঙ্গত, কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতে মধ্য-উত্তর উপকূলীয় শহরগুলোতে রাস্তা এবং রাস্তার পাশে থাকা সাইনবোর্ডও ডুবে গেছে। এছাড়া স্রোতের কারণে নদীর তীর ভেঙে গেছে। এই বন্যা প্রায় ৫০ হাজার মানুষ দুর্ভোগে পড়েন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)