নতুন কোচ কার্লো আনচেলত্তি কাল রাতেই আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। তিনি এসেই ব্রাজিল দলে বড় কিছু পরিবর্তন এনেছেন। বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত তার প্রথম স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। তবে ফিরেছেন অভিজ্ঞ কাসেমিরো, রিশার্লিসন ও অ্যান্টনি।অক্টোবর ২০২৩ সালে জাতীয় দলের হয়ে খেলার সময় তার বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। ব্রাজিল দলেও খেলা হয়নি আর। নেইমার সম্প্রতি চোট থেকে সেরে উঠে সান্তোসের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। তবে সেলেসাওদের দলে ফেরা হয়নি তার।নেইমার ফিরতে না পারলেও কপাল খুলে গেছে টটেনহ্যামের রিশার্লিসন ও ম্যানচেস্টার ইউনাইটেডের কাসেমিরোর।
অক্টোবর ২০২৩-এর পর এই প্রথম জাতীয় দলে ফিরলেন দুজনে।এদিকে অ্যান্টনি বর্তমানে রিয়াল বেটিসে ধারে খেলছেন।তিনি দারুণ ছন্দে আছেন, দলকে নিয়ে গেছেন ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে। তিনিও জায়গা পেয়েছেন দলে। তবে মূল দলে জায়গা করে নিতে তাকে লড়াই করতে হবে রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে।রাফিনিয়া বার্সেলোনার হয়ে এবার ৫৪ ম্যাচে ৩৪ গোল করেছেন, সঙ্গে ২২টি অ্যাসিস্ট। ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদে আনচেলত্তির অধীনেই খেলেছিলেন। এবার তিনি জাতীয় দলেও ইতালিয়ান এই কোচের সান্নিধ্য পাবেন।বিশ্বকাপের টিকিট অবশ্য এখনো নিশ্চিত হয়নি ব্রাজিলের। দক্ষিণ আমেরিকার গ্রুপে ১৪ ম্যাচে পাঁচটি হেরে চতুর্থ স্থানে রয়েছে দলটি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)