চট্টগ্রামের চন্দনাইশে বাসী ও নষ্ট মাংস বিক্রি করায় পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে দোহাজারী পৌর সদর বাজারে মাংস বিক্রেতা আশরাফ আলীকে দন্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা। নিয়মিত বাজার মনিটরিং এ মাংস পরীক্ষার সময় দশ কেজি নষ্ট মাংস পাওয়া যায়। নষ্ট মাংস জব্দ করে ফেলে দেয়া হয়েছে।
এছাড়া বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৪ দোকানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারায় ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)