নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে নিজেরা তো হেরেছে-ই সঙ্গে নিয়ে ডুবেছে পাকিস্তানকেও। স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশ আজ আসরের শেষ ম্যাচে মুখোমুখি হবে। নিয়ম রক্ষার ম্যাচ হলেও দুই দলের জন্যই লড়াইটি মান বাঁচানোর। একটি জয়ই হতে পারে চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দলের জন্য সান্ত্বনার প্রাপ্তি। বিশেষ করে স্বাগতিক পাকিস্তানের জন্য এই ম্যাচ তো ঘরের মাঠে মুখ রক্ষার বড় চ্যালেঞ্জও।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছিল আয়োজকরা। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ছয় উইকেটে হার। এই হারের লজ্জা এড়াতে টুর্নামেন্টটির শেষ ম্যাচে তাই জিতেই চ্যাম্পিয়নস ট্রফিতে এবারের মতো দৌড় শেষ করতে চাইবে এটাই বাস্তব। সেটি হলো- মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীমের এটি শেষ ওয়ানডে নয়তো! প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয় দলের হাল ধরেন। শেষ পর্যন্ত তাদের রেকর্ড জুটিতে ২২৮ রান জমা করতে পারে স্কোর হৃদয় সেঞ্চুরি ও জাকের ফিফটি হাঁকিয়ে আউট হন।
পরের ম্যাচে নিউজিল্যান্ডের বোর্ডে।বিপক্ষে দলের শুরুটা ভালো হলেও ১১৮ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলে জানা গেছে, পাকিস্তান দলে বাবর আজম প্রথম একাদশে স্থান পাচ্ছেন না। বাদ পড়ছেন তিনজন খেলোয়াড়। দলে থাকছেন না শাহীন আফ্রিদিও। পাশাপাশি, বাংলাদেশের সম্ভাব্য একাদশ পরিবর্তনের আভাস রয়েছে। মাহমুদউল্লাহকে দেখে মনে হচ্ছে সে ছুটিতে এসেছে।’ পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি পেসার পরামর্শও দিয়েছেন, কীভাবে বাংলাদেশ সিনিয়র খেলোয়াড়দের বদলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ দিতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)