সরাসরি ইলন মাস্কের বিরুদ্ধে আঙুল তুললেন মার্কিন অভিনেত্রী আইয়ো এডেবরি। অভিনেত্রীর দাবি, এক্স হ্যান্ডলে ভুয়া তথ্য ছড়িয়ে তার জীবনে বিপর্যয় ডেকে এনেছেন এক্সের কর্ণধার মাস্ক। এমনকি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
এক্স হ্যান্ডলে এক দক্ষিণপন্থী সংগঠনের পক্ষ থেকে অসমর্থিত সূত্রের খবর শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয়, 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ফ্র্যাঞ্চাইজিতে নতুন করে আসতে চলেছেন অভিনেত্রী আইয়ো এডেবরি। জনি ডেপের পরিবর্তে তাকে নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়। ইলন মাস্ক এই বার্তা শেয়ার করেন নিজের হ্যান্ডলে। অবমাননাকর মত ও প্রকাশ করেন তিনি।এরপরই বিতর্কের সূত্রপাত। আইয়ো নিজেও মাস্কের এক্স-বার্তা শেয়ার করেন। সরাসরি মাস্ককে 'মূর্খ' ও 'ফ্যাসিস্ট' বলে আখ্যা দেন। আইয়ো লেখেন, 'এ লোকটির জন্য আমি প্রাণনাশের হুমকি পেয়েছি, বর্ণবিদ্বেষী মন্তব্য শুনেছি। একটি ছবির ভুয়া খবরের জন্য, যে ছবির কথা আপি ইলন মাস্ক একজন ফ্যাসিস্ট।'
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)