ইংল্যান্ড সফরের ঠিক আগে রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে স্কাই স্পোর্টসের এক প্রতিবেদনে উঠে এসেছে তিনি আসলে এমএস ধোনির মতো মাঝপথে টেস্ট ছাড়ার পরিকল্পনা করেছিলেন। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে ধোনি সিরিজের মাঝপথেই হঠাৎ অবসর নিয়েছিলেন। রোহিতও সেই রাস্তাই ধরতে চেয়েছিলেন।প্রতিবেদন অনুযায়ী, রোহিত চেয়েছিলেন ইংল্যান্ড সফরে যেতে এবং সিরিজের মাঝামাঝি সময় টেস্ট থেকে অবসর নিতে। কিন্তু বিসিসিআই সেই প্রস্তাবে রাজি হয়নি।
বোর্ড চেয়েছিল পুরো সিরিজে নেতৃত্বে স্থায়িত্ব থাকুক। তাই রোহিতকে অফার দেওয়া হয়েছিল দলে যেতে, কিন্তু অধিনায়ক হিসেবে নয়। এরপরই রোহিত সিদ্ধান্ত নেন অবসর নেওয়ার।রোহিতের এই বিদায় ছিল চমকে দেওয়ার মতো। এর কিছুদিন পরেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান বিরাট কোহলিও। দুই বড় তারকার একসঙ্গে বিদায় বোর্ডের সামনে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এখন টেস্ট দলের নেতৃত্বে নতুন কারা আসবেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।
গিলকে নিয়ে এখনও খানিকটা সন্দেহ আছে নির্বাচক প্যানেলে। একাংশের অভিমত, তাকে অধিনায়ক করা ঠিক হবে না, কারণ একাদশে তার জায়গা এখনো স্থায়ী নয়। তাই তাকে সহ-অধিনায়ক করাই বেশি উপযুক্ত হবে বলে মত তাদের।তবে এই প্রসঙ্গে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার দ্বিমত পোষণ করেছেন। তার অভিমত, আইপিএলের চাপই ভবিষ্যতের অধিনায়কদের জন্য সবচেয়ে ভালো প্রশিক্ষণ হয়ে থাকবে। তিনি মনে করেন, আইপিএলের নেতৃত্বই গিল, পান্ত, ও শ্রেয়াস আইয়ারদের জাতীয় দলের জন্য প্রস্তুত করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)