২০২৪ প্যারিস অলিম্পিকে খেলতে আর্জেন্টিনার সামনে জয়ের বিকল্প নেই। বাঁচামরার এই ম্যাচে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। এই ম্যাচে সেলেসাওদের হারাতে না পারলে মেসি-ডি মারিয়ার অলিম্পিক মাতানোর স্বপ্ন আর বাস্তবে রূপ নেবে না। কেননা, এই ম্যাচে হার কিংবা ড্রয়ে বিদায় নিশ্চিত হবে মেসির উত্তরসূরিদের।
আরো পড়ুন:আর্জেন্টিনার শঙ্কার দিনে ব্রাজিলের জয়োল্লাস
চূড়ান্ত বাছাইপর্বে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। দুইয়ে ব্রাজিল ও ২ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা। আর ১ পয়েন্ট নিয়ে আসর থেকে প্রায় ছিটকে গেছে ভেনিজুয়েলা। উল্লেখ্য, মূল বাছাইপর্বে প্যারাগুয়ের সঙ্গে ১-০ গোলে পরাজয়ের পর ভেনিজুয়েলার বিপক্ষে ২-১ গোল ব্যবধানে জিতেছে ব্রাজিল।
https://youtu.be/6ALBMl3_A4U?si=GZMXJoAPLN_xKXT7
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)