ইসরায়েলের তেল আবিব শহরতলির দুটি এলাকায় পরপর তিনটি বাসে বিস্ফোরণ ঘটেছে। একে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে মনে করছে দেশটির পুলিশ।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্যাট ইয়াম এবং হোলোনের পার্কিং লটে থাকা যাত্রীশূন্য বাসগুলোতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
পুলিশ জানিয়েছে, আরও দুটি বাসে বিস্ফোরক রাখা হলেও তা বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণের পর বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের সন্ধান চালাচ্ছে।পুলিশ ধারণা করছে, বিস্ফোরণ ঘটানোর সময় নির্ধারণে ভুল হতে পারে, যা আরও বড় ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করেছে। এই হামলার ঘটনায় ইসরায়েলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ সমস্ত বাস, ট্রেন ও লাইট রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরক খুঁজে বের করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি বাস পার্কিং লটে আগুনে জ্বলছে, আর কালো ধোঁয়া আকাশে উঠছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের মুখপাত্র আরিয়ে দোরন চ্যানেল ১২-কে বলেছেন, আমরা তেল আবিবের বিভিন্ন স্থানে আরও বিস্ফোরক খুঁজে বের করার চেষ্টা করছি। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কোনো সন্দেহজনক ব্যাগ বা বস্তু দেখলেই আমাদের জানান।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একটি অবিস্ফোরিত ডিভাইসের সঙ্গে সংযুক্ত বার্তায় লেখা ছিল, ‘তুলকারেম থেকে প্রতিশোধ’। এ থেকে ধারণা করা হচ্ছে, ঘটনাটি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরে ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক অভিযানের প্রতিক্রিয়া হতে পারে।বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ পশ্চিম তীরের শরণার্থী শিবিরে সামরিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। তাছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে বলে তার জানিয়েছে কাটজের কার্যালয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)