ঈদের কেনাকাটায় রাজধানীবাসীর আস্থার জায়গা ‘যমুনা ফিউচার পার্ক’। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই শপিংমলে শীতাতপ নিয়নি্ত্রত পরিবেশে এক ছাদের নিচে রয়েছে দেশি-বিদেশি সব ব্র্যান্ডের শোরুম। তাই কেনাকাটায় ক্রেতার পছন্দের শীর্ষে যমুনা ফিউচার পার্ক। সব ব্র্যান্ডের সর্বাধুনিক ও ট্রেন্ডি পোশাক পাওয়া যাচ্ছে এখানে। সবার চোখ এখন নতুন জামাতেই। পাশাপাশি জুতা আর কসমেটিকসও আছে।
রোজা শুরুর পর থেকেই যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা জমে উঠেছে। শনিবার ছিল রমজানের সপ্তম দিন। শপিংমলের বিশাল পরিসরে হাজার হাজার মানুষ অনায়াসে কেনাকাটা করতে পারেন। দুপুরের পর থেকে কেনাকাটা পুরোপুরি জমে ওঠে। সন্ধ্যার পর তা আরও জমজমাট হয়।যমুনা ফিউচার পার্কে আড়ংয়ের আউটলেটে গিয়ে দেখা যায়, প্রচুর মানুষের সমাগম হয়েছে সেখানে। ছেলেদের ঈদের প্রধান আকর্ষণ পাঞ্জাবি। আড়ংয়ে এবার সুতি, সিল্ক মিলিয়ে বাহারি সব পাঞ্জাবি এসেছে। সুতি, ভয়েল, ব্র্যান্ডের কটন এসব পাঞ্জাবির দাম পড়বে ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা। শাড়ি পাওয়া যাচ্ছে হাফ সিল্ক, অরতানজা এবং সুতির। এগুলোর দাম পড়বে ১ হাজার ৮০০ থেকে ১৮ হাজার টাকা। থ্রি-পিস পাওয়া যাচ্ছে ৩ হাজার থেকে ১০ হাজার টাকায়।কে ক্রাফটের ব্র্যাঞ্চ ম্যানেজার এমডি মুজাহারুল ইসলাম যুগান্তরকে বলেন, শুক্রবার থেকেই ঈদের কেনাকাটা শুরু হয়েছে। সামনে সময় যত যাবে তত কেনাকাটা বাড়বে বলে আশা করছি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)