বগুড়ার মহাস্থানগড় এলাকায় আন্ডারপাস ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শুক্রবার ব্যবসায়ীদের স্বেচ্ছায় স্থাপনা সরানোর নির্দেশ দেয়ার পর শনিবার (২৬ এপ্রিল) সেনাবাহিনী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়।
অভিযানে আন্ডারপাস, ফুটপাত ও মহাসড়কের পাশে সওজের জমিতে গড়ে ওঠা দুই শতাধিক স্থায়ী-অস্থায়ী বাঁশ, কাঠ ও টিনের স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মোনায়ারুজ্জামানসহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আন্ডারপাস ও মহাসড়ক দখলমুক্ত হওয়ায় পথচারীরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে মহাস্থান বাজারের কয়েকজন দোকানি অভিযোগ করে জানান, মহাস্থান হাট যেন তাসের ঘর, কিছুদিন পরপর ঝড়ের মতো অভিযান চালিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক জানান, দখলকারীরা যদি আবারও জায়গা দখলের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)