ইউরোপের শীর্ষ পাঁচ লিগে (ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আ, লা লিগা, বুন্দেসলিগা ও লিগ আঁ) এবার চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে লিভারপুল, নাপোলি, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও পিএসজি। তবে মাঠের লড়াই শুধু এখানেই থেমে থাকেনি—ঘটেছে নানা চমক ও অঘটন।
টানা চারবার লিগ জেতা ম্যানসিটি এবার কোনো বড় শিরোপা জিততে পারেনি। কোচ গার্দিওলার ক্যারিয়ারে এটি দ্বিতীয় শিরোপাহীন মৌসুম।
ইংলিশ ফুটবলে চমক দেখিয়েছে ক্রিস্টাল প্যালেস, প্রথমবারের মতো এফএ কাপ জিতেছে তারা। নিউক্যাসল ৭০ বছর পর জিতেছে বড় শিরোপা—ইংলিশ লিগ কাপ। আর লিভারপুল জিতেছে প্রিমিয়ার লিগ।
ইতালিতে ৫১ বছর পর শিরোপা জিতেছে বোলোনিয়া—কোপা ইতালিয়া। চ্যাম্পিয়নস লিগে ফিরেও তারা নজর কেড়েছে।
শীর্ষ পাঁচ লিগের চার চ্যাম্পিয়ন দলের কোচই ছিলেন নতুন। আর্নে স্লট (লিভারপুল), ফ্লিক (বার্সা), কন্তে (নাপোলি) ও কোম্পানি (বায়ার্ন) অভিষেক মৌসুমেই লিগ জিতেছেন।
হ্যারি কেইন এবারই প্রথমবার কোনো শিরোপা জিতলেন—বুন্দেসলিগা। আর তাঁর পুরনো ক্লাব টটেনহামও ১৭ বছরের ট্রফিশূন্যতা কাটিয়ে ইউরোপা লিগ জিতেছে। অধিনায়ক সন হিউং-মিনেরও ক্যারিয়ারের প্রথম ট্রফি এটি। তবে লিগে টটেনহাম ছিল ১৭তম স্থানে!
ম্যানইউর জন্য ছিল দুঃস্বপ্নের মৌসুম—মাত্র ১১ জয়, পয়েন্ট তালিকায় ১৫তম। কোচ আমোরিম সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন।
রিয়াল মাদ্রিদের সফলতম কোচ আনচেলত্তি ক্লাব ছেড়ে যাচ্ছেন ব্রাজিল দলের কোচ হতে। তাঁর জায়গায় আসছেন জাবি আলোনসো। বিদায় বলেছেন ডি ব্রুইনা, মদরিচ ও দি মারিয়াও।
এ মৌসুমে এল ক্লাসিকোর চার ম্যাচেই হেরেছে রিয়াল, বার্সা দিয়েছে মোট ১৬ গোল—অপমানজনক এক রেকর্ড।
মজার ব্যাপার, যেসব ক্লাবের লোগো বা নাম পাখিসংক্রান্ত, তারাই যেন সাফল্যের প্রতীক ছিল এবার। লিভারপুল (লিভার বার্ড), টটেনহাম (মোরগ), প্যালেস (ইগল), নিউক্যাসল (ম্যাগপাই) ও ডাচ ক্লাব গো অ্যাহেড ইগলস সবাই জিতেছে বড় ট্রফি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)