ঝিনাইদহের মহেশপুরে নতুন ইরি ধান কাটা, মাড়াই ও শুকানোর ব্যস্ততা শুরু হয়েছে। সোনালী ধান কাটার উৎসব চলছে কৃষক-কৃষাণী ও দিনমজুরদের মধ্যে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকরা দল বেঁধে ধান কাটছেন, আটি বাঁধছেন এবং মাঠে ধান বেঁধে রেখে তা বাড়িতে নিয়ে যাচ্ছেন।
তাপমাত্রা বেশি হলেও কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন। এবছর এক বিঘা ধান কাটা ও আটি বাঁধতে খরচ হচ্ছে সাড়ে ৫ হাজার টাকা। স্থানীয় কৃষক কওছার আলী জানান, মুজুর সংকটের কারণে তারা নিজেই ধান কাটছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, মহেশপুরে এ বছর ২১ হাজার ৮৬০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে এবং ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ৩১ হাজার ৯৬০ মেট্রিক টন। বর্তমানে প্রায় ৬০ ভাগ ধান কাটা হয়ে গেছে এবং আবহাওয়া অনুকূল থাকায় কৃষকরা প্রত্যাশার চেয়ে বেশি ফলন পাচ্ছেন। তবে আগামী সোমবার থেকে বৃষ্টির পূর্বভাস দেওয়ায় কৃষকদের ধান দ্রুত ঘরে তোলার পরামর্শ দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)