দীর্ঘদিন এক ছাদের নিচে আছেন অভিষেক-ঐশ্বরিয়া। এ দম্পতির একমাত্র কন্যাসন্তান আরাধ্যও এখন বেশ বড়। সম্প্রতি গুঞ্জন উঠেছে ভাঙনের মুখে তাদের ঘর। দুজনের একজনও নাকি চাইছেন না এক ছাদের নিচে থাকতে। এমন সমস্যা তাদের জীবনে আগেও এসেছে। একবার তো জাহ্নবী কাপুরের সঙ্গে অভিষেকের বিরুদ্ধে গোপন বিয়ের অভিযোগও উঠেছিল।
আরো পড়ুন:কাফতান ড্রেস মানেই গর্ভবতী!
জাহ্নবী কাপুরের সঙ্গে নাকি গোপনে সম্পর্ক ছিল অভিষেকের। তারা একে অন্যকে মন দিয়েছিলেন। শোনা যায় বিয়েও নাকি করেছিলেন তারা। অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের কথা হচ্ছে? একেবারেই না। তিনি মডেল জাহ্নবী কাপুর।
আরো পড়ুন:দ্বন্দ্ব ভুলে এক হলেন নওয়াজউদ্দিন-আলিয়া
অভিষেক নাকি তাকে গোপনে বিয়ে করেছিলেন, এমন দাবি করে বসেন মডেল জাহ্নবী। সেসময় ঐশ্বরিয়ার সঙ্গে তুমুল প্রেম চলছে ছোট বচ্চনের। একে অন্যকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছেন তারা। এমন সময় বিয়ের অভিযোগ তোলেন জাহ্নবী। তবে ঘটনার সত্যতা আজ অবধি জানা যায়নি। কেননা এ নিয়ে কখনও মুখ খোলেননি অভিষেক। তবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জাহ্নবী। এতে তাকেই পুলিশি হেনস্তার শিকার হতে হয়েছিল। আর কখনও আত্মহত্যার চেষ্টা করবেন না এমন মুচেলেকা দিয়ে পেয়েছিলেন জামিন।
https://www.youtube.com/watch?v=K7cdVnDkaQc&t=9s
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)