বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দাম্পত্য জীবনে বেশ সুখেই দিন পার করছেন তারা। পাশাপাশি শ্বশুরবাড়িতেও ক্যাটরিনাকে বেশ পছন্দ করেন সবাই। বিশেষ করে অভিনেত্রীর শাশুড়ি। এক দিকে পাঞ্জাবি শাশুড়ি, অন্যদিকে বিদেশি বউমা। দুজনের সম্পর্কের সমীকরণ যেন চোখে পড়ার মতো। তাছাড়া ক্যাটরিনাকে বউমা হিসেবে পেয়েও ভীষণ খুশি ভিকির মা।
আরও পড়ুন:এবার বাফটা অ্যাওয়ার্ডসে চমক দেখাবেন দীপিকা
বউ-শাশুড়ির এমন মধুর সম্পর্ক নিয়ে ক্যাটরিনা বলেন, আমাকে অনেকেই প্রশ্ন করত। শাশুড়ির সঙ্গে আমার সম্পর্ক কেমন। আমি খুব অবাক হতাম। আমি মনে করি শাশুড়ির সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য উপায় একটাই, কোনোরকম কৌশল অবলম্বন না করা। শাশুড়ির সঙ্গে কৌশলী হতে নেই।
প্রসঙ্গত, ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি-ক্যাটরিনা। আগামীতে ‘ছাবা’ সিনেমায় দেখা যাবে অভিনেতাকে। অন্যদিকে ক্যাটরিনার সর্বশেষ অভিনীত সিনেমা ‘টাইগার থ্রি’।
https://www.youtube.com/watch?v=K7cdVnDkaQc&t=6s
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)