এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের ত্যাগ ও জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত নাটক ‘বড় ছেলে’। মিজানুর রহমান আরিয়ান নির্মিত নাটকটি প্রচারিত হয়েছিল ২০১৭ সালের সেপ্টেম্বরে। এরপর কেবল রেকর্ড আর রেকর্ড।
আরো পড়ুন:একই মঞ্চে নাচবেন মেহজাবীন, সাবা ও দীঘি
দেশের প্রথম নাটক হিসেবে ইউটিউবে ৩৩ দিনে ছুঁয়েছিল কোটি ভিউয়ের মাইলফলক। নতুন খবর হলো, সম্প্রতি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে অপূর্ব-মেহজাবীন অভিনীত এই নাটকটি। প্রবেশ করেছে পাঁচ কোটি ভিউয়ের ক্লাবে।
আরো পড়ুন:অস্কারের মঞ্চে নগ্ন জন সিনা!
বিষয়টি নিয়ে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, অবাক লাগে ২০১৭ সালে প্রচারিত নাটক ‘বড় ছেলে’ ৭ বছর পরে এসেও এখনও সে অবস্থানেই আছে, যেখানে সে ছিলো। আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় দর্শকদের প্রতি, যারা বড় ছেলেকে এতো দূর নিয়ে এসেছেন। আমি অভিনন্দন জানাই আমার পুরো টিমকে।
https://www.youtube.com/watch?v=IwEXDBZJAKI&t=3s
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)