নানা কারণে আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। এবার তিনি টাঙ্গাইলে ছেলেদের জন্য মিস্টার কাট নামে একটি সেলুন উদ্বোধন করেছেন। রোববার (২৪ মার্চ) দুপুরে শহরের আকুর টাকুর পাড়ায় এ সেলুন উদ্বোধন করা হয়।
আরো পড়ুন:ফের বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন জায়েদ খান
উদ্বোধন শেষে জায়েদ খান সাংবাদিক বলেন, এবার ঈদে আমার নতুন সিনেমা সোনার চর আসছে। সেটি হবে ঈদে অন্যরকম একটি ছবি। এই ছবিতে নায়ক জায়েদ খান থেকে অভিনেতা জায়েদ খান হয়ে উঠার চেষ্টা করেছি। আমার সিনেমাটি মূলত ’৭৫ পরবর্তী গল্প। এই ঈদে অন্যরকম একটি ছবি হবে। আশা করছি দর্শকরা হলে এসে সিনেমা উপভোগ করবেন। টাঙ্গাইলে আসার সময় অনেক মেয়ে আমাকে এসএমএস করেছে। আমার টাঙ্গাইলে এসে খুব ভালো লেগেছে।
আরো পড়ুন:জায়েদ খানের ডিগবাজি নিয়ে যা বললেন কণ্ঠশিল্পী পারভেজ
এ সময় নায়ক ডি এ তায়েব, মডেল ইশরাত পায়েলসহ মিস্টার কাট সেলুনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জায়েদ খান হেলিকপ্টার যোগে টাঙ্গাইলে আসেন। তার আগমন উপলক্ষে ভক্তদের ঢল নামে।
https://www.youtube.com/watch?v=xqdgSFSX6Cc&t=3s
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)