প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ১২:২১ পি.এম
গেম অব থ্রোনস’র এমিলিয়া ক্লার্ক

এমিলিয়া ক্লার্ক, হলিউডের জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় জগতে গত দেড় দশক ধরে নিজের নামের প্রতি সুবিচার করছেন, যার উৎকৃষ্ট উদাহরণ ‘গেম অফ থ্রোনস’-এ ডেনেরিস টারগারিয়েনের ভ‚মিকায় অভিনয়। চরিত্রটি তিনি নয় বছর ধরে দর্শকদের সামনে জীবন্ত করে রেখেছেন। কিন্তু জানেন কী, বিশ্বজুড়ে প্রশংসিত এই ব্রিটিশ অভিনেত্রীর জন্ম বিট্রেনে হলেও তার শরীরের জিন কিন্তু অন্য কোনো দেশের, বিশ্বের অন্য প্রান্তের।
ব্রিটিশ সংস্কৃতির শিকড় আকঁড়ে থাকা এ অভিনেত্রীর বংশপরম্পার একটি গোপন রহস্য রয়েছে। নিজেকে শ্বেতাঙ্গ পরিচয়ে প্রতিষ্ঠিত করলেও তার পূর্বপুরুষ কিন্তু ভারতের। ক্লার্কের প্রপিতামহীর সঙ্গে উপনিবেশিক আমলে এক ভারতীয়র সঙ্গে সম্পর্ক ছিল। আর সেটি পরিণয় পর্যন্ত গড়ায়। তাই বংশসূত্রে তিনি শ্বেতাঙ্গ নন। হওয়ার জন্য, তার দাদীকে জৈবিক পিতার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কালো রঙ লুকানোর জন্য সর্বদা হালকা মেকআপ ব্যবহার করতে হয়েছিল। সম্প্রতি ক্লার্ক তার ব্যক্তিগত জীবনের এই অংশ নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন।অভিনেত্রীকে জোর দিয়ে বলা হয়েছিল যে, তার দাদী ‘ইংল্যান্ডের চেয়ে ভারতকে বেশি ভালোবাসতেন,’-এখানেই আটকে গিয়েছিলেন ক্লার্ক। ঠিক এই কারণে এমিলিয়া ক্লার্ক নিজেকে ভারতীয় ভাবতেও ভালোবাসেন। তিনি তার পূর্ব শিকড়কে কখনোই ভুলে যেতে চান না। তাই পশ্চিমা সংস্কৃতি সঙ্গে ভারতীয় সংস্কৃতির সংমিশ্রন ঘটিয়ে চলার চেষ্টা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta