ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসীর সুবিধার্থে ঢাকার বিভিন্ন স্থানে বড় বড় মাঠে জামাতের আয়োজন করা হয়। আগারগাঁও মেলার মাঠে ঈদের জামাতের পাশাপাশি আনন্দঘন পরিবেশে র্যালি ও অন্যান্য সামাজিক কর্মসূচি থাকবে বলেও জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী ঈদের দিনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেবে বলে আশ্বাস দেয়া হয়েছে।