প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১০:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১:৫৭ পি.এম
পোশাকে নারীর ঈদ

আসছে ঈদ। আনন্দ আয়োজনের সঙ্গে সঙ্গে এটি ফ্যাশন এবং স্টাইলেরও বড় উত্সব। এই উত্সব সামনে রেখে নানা রং, বৈচিত্র্যময় নকশা, কাট ও প্যাটার্নের পোশাকে সেজে উঠেছে ফ্যাশন ব্র্যান্ডগুলো। ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনের পাশাপাশি এসব পোশাকে ফুটে উঠেছে আন্তর্জাতিক ফ্যাশন ধারা।
ট্র্যাডিশনাল ম্যাটেরিয়ালে মডার্ন টুইস্ট:ঈদের পোশাকে ট্র্যাডিশনাল ফ্যাব্রিক যেমন মসলিন, সিল্ক ও কটনের ব্যবহার হয়েছে। সঙ্গে যোগ হয়েছে আধুনিক নানা নকশা। মসলিনের পোশাকে কনটেম্পোরারি প্রিন্ট ও এমব্রয়ডারির কাজ করা হয়েছে।
এথনিক মোটিফ ও এমব্রয়ডার:এবারের ঈদের ফ্যাশনের মোটিফে বড় অংশজুড়ে আছে এথনিক মোটিফ এবং হ্যান্ড এমব্রয়ডারি। বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা নকশাসহ ফুল, পাখি, প্রকৃতি এবং জ্যামিতিক প্যাটার্ন পোশাকের জমিনে ফুটিয়ে তোলা হয়েছে।
ক্যাপশোল্ডার ও হাফহাতা ডিজাইন :ক্যাপশোল্ডার ও হাফহাতা ডিজাইনের সালোয়ার, কামিজ, কুর্তি, টপ তরুণীদের পছন্দের তালিকায় উঠে এসেছে।ক্যাপশোল্ডার ডিজাইনগুলোতে এমব্রয়ডারি এবং স্টোনের কাজ প্রাধান্য পেয়েছে।এমন ডিজাইনের পোশাক ঈদে স্টাইলিশ লুক এনে দেবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta