বিশ্ববাজারে তেলের দামে হঠাৎ কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে। ছয়দিন ধরে টানা দরপতনের পর ব্রেন্ট ক্রুডের দাম উঠে এসেছে ব্যারেলপ্রতি ৬১ ডলারের ঘরে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলও পৌঁছেছে ৫৮ ডলারের কাছাকাছি, যা ছিল চার বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্লেষকেরা বলছেন, তীব্র পতনের পর প্রযুক্তিগত সংশোধন ও কিছু সরবরাহ হ্রাসের আভাসে এই সাময়িক ঘুরে দাঁড়ানো।চীনের দীর্ঘ
যুক্তরাষ্ট্রের পার্মিয়ান বেসিনে সবচেয়ে বড় স্বাধীন তেল কোম্পানি ডায়মন্ডব্যাক এনার্জি জানায়, তারা তাদের বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা কমাচ্ছে। দ্বিতীয় প্রান্তিকে দেশজুড়ে অনশোর রিগ সংখ্যা ১০ শতাংশ কমতে পারে বলেও জানিয়েছে কোম্পানিটি। বিশ্লেষকেরা মনে করছেন, এই পদক্ষেপ বাজারে সাপ্লাই কমিয়ে কিছুটা ভারসাম্য আনবে।এদিকে ওপেক+ জুন থেকে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তে অটল থাকলেও বাজারে তার প্রভাব ইতিমধ্যে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সৌদি আরব সতর্ক করেছে, কোটার বাইরে গেলে আরও উৎপাদন বাড়বে।বাজারের নজর এখন চাহিদার দিকে, যা মূলত নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য সম্পর্কের উন্নয়নের ওপর। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন- চীনের ওপর শুল্ক কিছুটা শিথিল করা হতে পারে, তবে আপাতত কোনো বৈঠক হচ্ছে না।বিশ্লেষকেরা বলছেন, এটি ‘ব্রিদার’ মাত্র, বাজার কিছুটা শ্বাস নিচ্ছে। চাহিদার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত নয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)