প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৫:৪৬ পি.এম
নগরীর দৌলতপুরে ৩৩ পিস ইয়াবা সহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নগরীর দৌলতপুর থানার পাবলা হাঁস খামারের পূর্ব পাশ থেকে ৩৩ পিস ইয়াবা সহ ছাত্রলীগ নেতা পলাশ হাওলাদার (২৬) ও তার সহযোগী শহিদুল খাকে (২৩) গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারি রোববার রাত ৯ টায় দৌলতপুর এবং খালিশপুর থানার যৌথ অভিযানে এস আই মাসুদ রানার নেতৃত্বে এ এস আই কামাল সঙ্গীও ফোর্স সহ ৩৩ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে।এ সময় তাদের ব্যবহারইতো মোটরসাইকেল জব্দ করা হয়।আটক পলাশ হালদার বর্তমানে খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তার বাসা বাস্তহারায়।অপরদিকে শহিদুল খা খালিশপুর থানার অন্তর্গত কদমতলা মোরের রনির ভাড়াটিয়া।তাদের উভয়ের বিরুদ্ধে ইতো পূর্বে মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।এ বিষয়ে খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তাজমুল হক তাজু বলেন সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের সংগঠনে কোন জায়গা নেই।অপরাধ যেই করবে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
https://youtu.be/jUzwZkxWV9k?si=Tb-5wzJc8cdO_Rqh
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta