বগুড়ার শাজাহানপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আব্দুল মমিন (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে প্রকাশ্যে হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী পরিবার উপর। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার উপজেলা খোট্টাপাড়া ইউনিয়ন জোকা মন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার আব্দুল মমিন উপজেলার খোট্টাপাড়া জোকা গ্রামের আব্দুল খালেক ছেলে। সে বগুড়া ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাযিল মাদরাসা ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী। বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বড়ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলা জোকা গ্রামে শীর্ষ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ভোট, একরাম হোসেন সহ তাদের পরিবারের সদস্যরা এলাকায় মাদক সহ বিভিন্ন অপকর্মে করে আসছে। তারা প্রতিনিয়ত মাদক কেনাবেচা করতেন। বিষয়টি নিয়ে তাদেরকে একাধিক বার বারণ করলে তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী আমাদের বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে আসছিল। এরই জের ধরে আজ সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দলবল নিয়ে রবিউল ইসলাম ভোটের বাড়ির সামনে দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্য আব্দুল মমিন উপর হামলা চালায় অভিযুক্তরা। এসময় তাদের হাতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তার নাক, মাথা,হাত ও পায়ের হাটুসহ শরীরের নানান স্থানে আঘাত করে। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।আব্দুল খালেক বলেন, উপজেলা মাদক সম্রাট হিসেবে রবিউল ইসলাম ভোট পরিচিত। অভিযুক্ত ব্যক্তিদের মাদক ব্যবসা করতে নিষেধ করায় জনসম্মুখে দলবল নিয়ে আমার ছেলেকে বেধড়ক মারধর করেন তারা। আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি এঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।
এ ব্যাপারে অভিযুক্ত রবিউল ইসলাম ভোটের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিক ফোন করলে বন্ধ পাওয়া যায়। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)